শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

পাগল সমাচার

পাগলদের সবাই সান্তনা দিতে পচ্ছন্দ করে, কিন্তু পাগলদের কেউ ভালোবাসতে চায় না: এই নিয়ে  কিছু কথা কিছু গান।

এক: অতঃপর একদিন এক পাগলা গারদে এক রোগীকে নার্সের সেবায় সুস্থ হয়ে উঠার কিছুদিন আগেই পাগল চিন্তা করলেন। নার্সটিকে বিয়ে প্রস্তাব দিবে, দিলেনও ঠিকি। তার পরের দিন থেকে নার্সটি রোগী পরিবর্তন করে আরেক রোগীকে সেবার জন্য বেছে নিলেন।

দুই: বিশ্ব-বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রটি পড়ালেখায় তেমন মন না থাকলেও অন্য অনেক বিষয় নিয়ে তার সময়ের শেষ নেই। শিক্ষক থেকে বড় ভাই সবাই তাকে একটু পাগলা কিসিমের বলে ডাকতো। এমতবস্থায় তাহার সাথে দেখা হলো একই বিশ্ব-বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে, কিছুদিনের মধ্যে মেয়েটির পচ্ছন্দের একজন হয়ে উঠে, ছেলেটিরও কাছেও মেয়েটি। ভালোবাসার কথা বলবে বলবে চিন্তা করছে ছেলেটি। তারপর একদিন, কোন মেঘলা বিকেলে ছেলেটি অনেক কষ্টে একজোড়া কদমফুল নিয়ে মেয়েটির কে দেখতে পায় আরেকটি সভ্য ছেলের সাথে হাতে-হাত ধরে হা হা..হি..হি..।
“পাগলদের কথা শুনতে ভাল লাগে, তবে প্রেম-আলাপ নয়”

সোমবার, ২০ আগস্ট, ২০১২

বেগম আক্তার (আখতার)

কয়েকদিন ধরে মনের ঘড়ে চুপি চুপি একটি গান বেঁজে যায়। ব্যাপক অক্ষেপ নিয়ে এবং আশা নিয়ে গানটি শোনার সাথে সাথে আমার একটি কথাই কানে ভাসে “ অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন” আমি গানটি পেয়েছি, আমি গানটি শুনেছি, শুনছি। এবং শুনতেই থাকব। কিন্তু কিছু উত্তর আমার আজো আজানা রয়ে যাবে। আমি ভুলতে থাকব, হয়তবা থাকব’না। কেন একদিন সকালে মনে পরবে আবার কোনদিন মনে পরবে না। আমাকে সাবাই তোমরা, ওরা তিরস্কার করবে। আমি তবুও শুনে যাব শুনতেই থাকব শেষ পর্যন্ত।

আমাদের শুনা না শুনায়ে কোন কিছু যায় আসে না, তাতে এই সমাজেরও কোন পরিবর্তন হয় না। সামজ, সমাজের মানুষ, রাস্তা, গাড়ী এবং জীবন চলতে থাকে থাকবে। আর আমি শুনতে থাকব তোমাকে।


বুধবার, ২ মে, ২০১২

I'll be happy if you cry, to see a pice of work of mine.

Some people are work for better future, but I'm work for my death. do what you want to do and let the you die, I remember one best quot in by dairy is " Live fast and die young" yes true, society will not allow you to do even if your great mentor will. somedays you will be heading yourself and die. No body will cares who the hell he might die, lets see", no body did. So do somethings betterment of the society and yourself. did make it happen. make dent in the universe. Apocalypse-nonsense. 

রবিবার, ২৫ মার্চ, ২০১২

I Missed My hair


again I'm in trap into the emotional connection
bullshit relation,
I liked them, I love them to grow, grow like deforming twister in my head
I don't want to tame them
I love the to grow baby grow

বুধবার, ২১ মার্চ, ২০১২

একদিন


একদিন এখান থেকে
অনেক দূরে
পৃথিবীর সব ভাল খারাপ’কে ছিন্ন করে
একটি বিশাল ময়দানের মাঝে
দেখা হবে তোমার সাথে.............................

পালাবার পথ নাই।

এই পৃথিবী, পৃথিবীর মানুষের জন্য আমার জন্ম হয়নি
আমার কাজের জন্য’ও হয়তবা উৎকৃষ্ঠ নয় এই সমাজ এবং মানুষগুলো
আমাকে বুঝতে পারবেনা, বুঝতে চেওয় না আমি অসভ্য কিন্তু বেয়াদপ নই ( তোমরা যা ভাব)