কয়েকদিন ধরে মনের ঘড়ে চুপি চুপি একটি গান বেঁজে যায়। ব্যাপক অক্ষেপ নিয়ে এবং আশা নিয়ে গানটি শোনার সাথে সাথে আমার একটি কথাই কানে ভাসে “ অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন” আমি গানটি পেয়েছি, আমি গানটি শুনেছি, শুনছি। এবং শুনতেই থাকব। কিন্তু কিছু উত্তর আমার আজো আজানা রয়ে যাবে। আমি ভুলতে থাকব, হয়তবা থাকব’না। কেন একদিন সকালে মনে পরবে আবার কোনদিন মনে পরবে না। আমাকে সাবাই তোমরা, ওরা তিরস্কার করবে। আমি তবুও শুনে যাব শুনতেই থাকব শেষ পর্যন্ত।
আমাদের শুনা না শুনায়ে কোন কিছু যায় আসে না, তাতে এই সমাজেরও কোন পরিবর্তন হয় না। সামজ, সমাজের মানুষ, রাস্তা, গাড়ী এবং জীবন চলতে থাকে থাকবে। আর আমি শুনতে থাকব তোমাকে।
আমাদের শুনা না শুনায়ে কোন কিছু যায় আসে না, তাতে এই সমাজেরও কোন পরিবর্তন হয় না। সামজ, সমাজের মানুষ, রাস্তা, গাড়ী এবং জীবন চলতে থাকে থাকবে। আর আমি শুনতে থাকব তোমাকে।