শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

পাগল সমাচার

পাগলদের সবাই সান্তনা দিতে পচ্ছন্দ করে, কিন্তু পাগলদের কেউ ভালোবাসতে চায় না: এই নিয়ে  কিছু কথা কিছু গান।

এক: অতঃপর একদিন এক পাগলা গারদে এক রোগীকে নার্সের সেবায় সুস্থ হয়ে উঠার কিছুদিন আগেই পাগল চিন্তা করলেন। নার্সটিকে বিয়ে প্রস্তাব দিবে, দিলেনও ঠিকি। তার পরের দিন থেকে নার্সটি রোগী পরিবর্তন করে আরেক রোগীকে সেবার জন্য বেছে নিলেন।

দুই: বিশ্ব-বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রটি পড়ালেখায় তেমন মন না থাকলেও অন্য অনেক বিষয় নিয়ে তার সময়ের শেষ নেই। শিক্ষক থেকে বড় ভাই সবাই তাকে একটু পাগলা কিসিমের বলে ডাকতো। এমতবস্থায় তাহার সাথে দেখা হলো একই বিশ্ব-বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে, কিছুদিনের মধ্যে মেয়েটির পচ্ছন্দের একজন হয়ে উঠে, ছেলেটিরও কাছেও মেয়েটি। ভালোবাসার কথা বলবে বলবে চিন্তা করছে ছেলেটি। তারপর একদিন, কোন মেঘলা বিকেলে ছেলেটি অনেক কষ্টে একজোড়া কদমফুল নিয়ে মেয়েটির কে দেখতে পায় আরেকটি সভ্য ছেলের সাথে হাতে-হাত ধরে হা হা..হি..হি..।
“পাগলদের কথা শুনতে ভাল লাগে, তবে প্রেম-আলাপ নয়”