শনিবার, ১১ মে, ২০১৩

The artist without sence of art

পুরাতন রিভিও

দিন পাঁচ
মাথায় হাত কি থেকে কি হচ্ছে কিছুই মিলছে না আমার। রাস্তায় রিক্সায় যেতে যেতে  ধান ক্ষেত দেখতে পাই। ভেবেছিলাম ভালোবাসার সাথে শান্তিচুক্তি করবার কথা ভেবেছিলাম অনেক আগে। তারপার ভাবতে পারলাম ইস্রাইল এবং প্যালেস্তাইন যেদিন এক হবে!!! সেদিন আমার ভালোবাসায়ও শান্তিচুক্তি হবে, হবে কি?! এই শহরে আমাদের পকেটে ভালোবাসা থাকে না থাকে পচা বাদারে ব্লিচ হওয়া খোসা।